Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

রেলসেতুর পাটাতনে বাঁশ ব্যবহার নতুন নয় : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৮, ২৩ জানুয়ারি ২০১৭

আপডেট: ১৪:৪৮, ২৩ জানুয়ারি ২০১৭

প্রিন্ট:

রেলসেতুর পাটাতনে বাঁশ ব্যবহার নতুন নয় : রেলমন্ত্রী

ঢাকা : রেলপথের সেতুর পাটাতনে বাঁশের ব্যবহার নতুন নয় বলে জানিয়েছেন, রেলমন্ত্রী মুজিবুল হক। এ নিয়ে খবর প্রকাশের ফলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

সোমবার সকালে কমলাপুর রেলস্টেশনে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে নতুন কোচের একটি ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

উদ্বোধনের পর মহানগর প্রভাতী ট্রেনটি সকাল পৌনে ৭টায় ঢাকা ছেড়ে যায়। যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রেলমন্ত্রী।

এর আগে সংক্ষিপ্ত বক্তৃতায় মুজিবুল হক বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অচিরেই ইন্দোনেশিয়া থেকে আনা প্রায় ২০০টি নতুন কোচ বহরে যোগ হবে। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-নারায়ণগঞ্জ এবং জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইনের কাজ শুরু হয়েছে, যা খুব দ্রুত সম্পন্ন হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer