Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

রুদ্ধদ্বার বৈঠকে মাহমুদ আব্বাস ও এরদোগান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ১৩ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রুদ্ধদ্বার বৈঠকে মাহমুদ আব্বাস ও এরদোগান

ফাইল ছবি

ঢাকা : পবিত্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার ঘটনায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
 
বুধবার তুরস্কে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি সভার আগে এ বৈঠক করেন তারা।
 
তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা আনাদুলু জানিয়েছে, দুই রাষ্ট্রপ্রধান বেলারবেয়ি প্যালেসে সাক্ষাৎ করেছেন। সেখানে তারা প্রায় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন।
 
গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন।
 
এর পর পরই ওআইসির জরুরি সভা ডাকেন সংস্থাটির সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।  
 ওআইসির সভা থেকে জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করার পাশাপাশি অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদারির অবসানের আহ্বান জানানো হতে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer