Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

‘রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন কাউকেই দেওয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩১, ৪ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন কাউকেই দেওয়া হবে না’

ঢাকা : রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ সরকারের তদন্ত প্রতিবেদন চেয়েছে ফিলিপাইন সরকার। আর বিষয়টি নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, রিজার্ভ চুরির পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আমাদের অভ্যন্তরীণ বিষয়। এটা কাউকেই দেওয়া হবে না। ফিলিপাইন সফর শেষে ঢাকায় ফিরে রোববার দুপুরে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বাধীন প্রতিনিধি। এসময় তারা অর্থমন্ত্রীকে সফরের নানা বিষয় অবহিত করেন।

পরে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনতে ফিলিপাইন সরকারের কাছে সহায়তা চেয়েছে। ফিলিপাইনের কর্মকর্তারাও সহায়তার আশ্বাস দিয়েছেন। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer