Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রাস্তার পাশের সরকারি গাছ কেটে নিলেন আওয়ামী লীগ নেতা

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া প্রতিনিধি

প্রকাশিত: ০২:২৯, ২৫ অক্টোবর ২০১৬

আপডেট: ১৩:৩৫, ২৫ অক্টোবর ২০১৬

প্রিন্ট:

রাস্তার পাশের সরকারি গাছ কেটে নিলেন আওয়ামী লীগ নেতা

ছবি: বহুমাত্রিক.কম

বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় সরকারি গাছ কেটে নিয়েছে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি। স্থানীয় সুফলভোগীরা আর্থিক ক্ষতির কারণে ক্ষুব্ধ হয়েছেন। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

নাম না প্রকাশের শর্তে ওই এলাকার বনায়নের সুফলভোগীরা অভিযোগ করেন, উপজেলার নাঘিরপাড় থেকে সোমাইরপাড় সরকারি রাস্তা থেকে বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এআর ফারুক বক্তিয়ার রেইন্ট্রি গাছ সোমবার দুপুরে কেটে নিয়ে গেছে। ওই সড়কে গাছের সুফলভোগীরা প্রভাবশালী ওই নেতার ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেনা।

সরেজমিনে গিয়ে ৫জন গাছ কাটা শ্রমিকের মধ্যে চাঁদত্রিশিরা গ্রামের মজিবর মোল্লার ছেলে আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আওয়ামীলীগ নেতা এআর ফারুক বক্তিয়ার তাদের গাছ কাটতে বলেছেন। তিনি এর বেশী কিছু জানেন না।

স্থানীয়রা অভিযোগে আরও বলেন, মাঝে মধ্যেই এআর ফারুক বক্তিয়ার দলীয় ক্ষমতার অপব্যবহার করে একটি সিন্ডিকেটের মাধ্যমে ওই এলাকার বিভিন্ন রাস্তার সরকারী গাছ কেটে নেয়ার মূলহোতা হিসেবে জড়িত রয়েছেন।

খবর পেয়ে উপজেলা বনায়ন কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল ঘটনাস্থলে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে। গাছ কাটার ব্যাপারে অভিযুক্ত আওয়ামীলীগ নেতা এআর ফারুক বক্তিয়ার কোন সদুত্তর দিতে পারেন নি। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন সরকারী গাছ কাটার ঘটনায় জরুরি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer