Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

রাষ্ট্রের দুর্বলতার কারণে সাংবাদিক হত্যার বিচার হয় না

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩০, ১২ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাষ্ট্রের দুর্বলতার কারণে সাংবাদিক হত্যার বিচার হয় না

যশোর : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সাংবাদিক সাগর-রুনি বিচার না হওয়া রাষ্ট্রের দুর্বলতা। বিচার না হওয়ায় এতে রাষ্ট্র প্রশ্নবিদ্ধ হয়।

তিনি বলেন, আমরা সব সময় সাংবাদিক হত্যার বিচার চেয়ে যাবো। আর বিচার না হওয়ায় সাংবাদিক সমাজ ক্ষুদ্ধ। তারপরও সব জায়গায় সব সময় আমরা বিচার চাইবো।

শনিবার সন্ধ্যায় যশোর প্রেস ক্লাবে সাংবাদিক ও সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।

যশোর সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান। সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনোতোষ বসু, প্রেস ক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer