Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রাষ্ট্রীয় মর্যাদায় কুষ্টিয়া জেলা আইনজীবি সমিতির সভাপতির দাফন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪২, ২৬ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাষ্ট্রীয় মর্যাদায় কুষ্টিয়া জেলা আইনজীবি সমিতির সভাপতির দাফন

ছবি: বহুমাত্রিক.কম

কুষ্টিয়া : রাষ্ট্রীয় মর্যাদায় কুষ্টিয়া জেলা আইনজীবি সমিতির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওয়াহিদ উল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় কুষ্টিয়া জেলা আইনজীবি সমিতি প্রাঙ্গনে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

এর আগে আইনজীবি সমিতি প্রাঙ্গনে মরহুমের কফিনে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান প্রশাসনের পদস্থ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আইনজীবি সমিতি, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজার আগে অতিরিক্ত জেরা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবীবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন শেষে তাকে পৌর কবর স্থানে দাফন করা হয়।

এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাবীবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নাসিম উদ্দিন আহম্মেদ, সহকারী কমান্ডার আলহাজ্ব রফিকুল আলম টুকু, পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, জিপি অ্যাডভোকেট আ স ম আক্তারুজ্জামান মাসুম, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম দুলাল, সহ-সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন মিয়া, অ্যাডভোকেট এমদাদুল হক তারা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সাবেক সভাপতি ও ব্লাষ্ট কুষ্টিয়া ইউনিটের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম দুলাল, ব্লাষ্টের সমন্বয়কারী অ্যাডভোকেট শংকর মজুমদারসহ জেলা আইনজীবি সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য কর্মকর্তা ও কর্মচারীরা।

উল্লেখ্য, কুষ্টিয়া জেলা আইনজীবি সমিতির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওয়াহিদ উল ইসলাম সোমবার সকাল ১১টায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬২) বছর। তিনি দীর্ঘদিন ক্যান্সার জনিত রোগে ভুগছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer