Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলীয় নেতার সাক্ষাৎ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩০, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলীয় নেতার সাক্ষাৎ

ছবি : পিআইডি

ঢাকা : জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ মঙ্গলবার সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন আজ সন্ধ্যায় বাসস’কে জানান, বিরোধী দলীয় নেতা পর পর দ্বিতীয় মেয়াদের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. আবদুল হামিদকে অভিনন্দন জানান।
সাক্ষাতকালে রওশন এরশাদ রাষ্ট্রপতিকে একটি ফুলের তোড়া উপহার দেন।

তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।রাষ্ট্রপতি হামিদ বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানান।

রওশন এরশাদ দশম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির আট সংসদ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

এর আগে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট এম ফজলে রাব্বি মিয়াও রাষ্ট্রপতির সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনিও রাষ্ট্রপতিকে একটি ফুলের তোড়া উপহার দেন।
এ সময় রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer