Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৬, ২১ নভেম্বর ২০১৬

আপডেট: ০২:৪৯, ২২ নভেম্বর ২০১৬

প্রিন্ট:

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

ছবি-পিআইডি

ঢাকা : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিন বাহিনী প্রধানগণ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক, নেী বাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং বিমান বাহিনী প্রধান মার্শাল আবু এসরার আজ সকাল সাড়ে ১১টায় বঙ্গভবনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীদিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে।

তিনি ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর উন্নয়ন অব্যাহত রাখতে আন্তরিক প্রচেষ্টা চালাতে তিন বাহিনী প্রধানগণের প্রতি আহবান জানান।

বৈঠকে তিন বাহিনী প্রধানগণ তাদের নিজ নিজ বাহিনীর কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা রাষ্ট্রপতিকে বলেন, সশস্ত্র বাহিনী ফোর্সেস গোল-২০৩০ এর অধীনে এগিয়ে যাচ্ছে।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে সেনা বাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় এবং পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক হামলা চালায়।
দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতি বছর এ দিনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer