Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

রোববার ১৫৫টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৩, ১৫ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রোববার ১৫৫টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ

ঢাকা : সাধারণ নির্বাচন, উপনির্বাচন ও বন্ধ ঘোষিত কেন্দ্রে পুনঃনির্বাচন মিলে দেশের ১৫৫টি ইউনিয়ন পরিষদে রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে ভোটগ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ আহাম্মদ খান। তিনি বলেন, দলীয় এই নির্বাচনে সব ধরনের প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। এখন শুধু ভোটের অপেক্ষা।

উপসচিব আরো বলেন, তফসিল ঘোষণার সময় ১৭৩টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু আইনি জটিলতার কারণে ১৮টা ইউপিতে ভোট হচ্ছে না।

বিজিবি র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকায় অবস্থান করছে বলেও জানান তিনি।

গত বছর দলীয় ভিত্তিতে মার্চ-জুনে ছয় ধাপে তিন সহস্রাধিক ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়। এরপর অক্টোবর-নভেম্বরে বিলুপ্ত ছিটমহলসহ আরও কিছু ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer