Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

‘রাষ্ট্রপতি সরকারি দলের ইচ্ছা পূরণ করলে মানুষ মানবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৫, ২১ জানুয়ারি ২০১৭

আপডেট: ২৩:৩৬, ২১ জানুয়ারি ২০১৭

প্রিন্ট:

‘রাষ্ট্রপতি সরকারি দলের ইচ্ছা পূরণ করলে মানুষ মানবে না’

ফাইল ছবি

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, রাষ্ট্রপতির উচিত সবার কথা শোনা। তিনি কেবল সরকারি দলের ইচ্ছা পূরণে নির্বাচন কমিশন গঠন করলে দেশের মানুষ মানবে না।

শনিবার রাত ৯টায় গুলশান কার্যালয়ে জিয়া পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

খালেদা বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব হবে-যাদের সার্চ কমিটিতে রাখা হবে তারা নিরপেক্ষ কিনা, মেরুদণ্ড শক্ত করে নির্বাচন কমিশন গঠন করতে পারবে কি না।

খালেদা জিয়া বলেন, আমাদের লক্ষ্য-নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। জনগণ যেন ভোট দিতে পারে, সেই অধিকার ফিরিয়ে আনব। 

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer