Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

‘রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ঘোষণা বৃহস্পতিবার’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪২, ২৪ জানুয়ারি ২০১৮

আপডেট: ১৭:৫৯, ২৪ জানুয়ারি ২০১৮

প্রিন্ট:

‘রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ঘোষণা বৃহস্পতিবার’

ফাইল ছবি

ঢাকা : রাষ্ট্রপতি পদে আগামী ১৮-২০ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। এছাড়া বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সিইসি এতথ্য জানান।

প্রধান নির্বাচন কমিশনার বুধবার বিকাল ৩টায় সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে যান।

এ সময় সিইসির সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইসির ভারপ্রাপ্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয় ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

সাক্ষাতের বিষয়ে স্পিকার সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয় থেকে আমার কাছে সিইসির সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। সে হিসেবে আজ বৈঠক হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আমাকে জানানো হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন। ইসি সচিবালয় থেকে আমাদের কাছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা চাওয়া হয়েছিল। আমরা তা সরবরাহ করেছি।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer