Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

রাশিয়ার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাশিয়ার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা

ফাইল ছবি

ঢাকা : মস্কোকে সম্ভাব্য পরমাণু হামলা থেকে রক্ষা করতে নবনির্মিত সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে রাশিয়া।

কাজাখস্তানের স্যারি শাগান অঞ্চলে চালানো হয় এ পরীক্ষা। সোমবার পরিচালিত এ ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফুটেজে দেখা গেছে, বরফাচ্ছাদিত একটি প্ল্যাটফর্ম থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সরকার রাশিয়ার মোকাবেলায় নিজের পরমাণু অস্ত্রকে ‘আকারে ছোট ও আরও আধুনিক’ করার সিদ্ধান্ত নেয়ার পর রাশিয়া তার পরমাণু অস্ত্র বিধ্বংসী ব্যবস্থার পরীক্ষা চালানোর ফুটেজ প্রকাশ করল।

নতুন এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাম দেয়া হয়েছে পিআরএস-১এম। পরমাণু হামলা প্রতিহত করার লক্ষ্যে এর আগে রাশিয়ার কাছে ৫৩টি৬ নামে যে স্বল্প পাল্লার অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল এখন থেকে সেগুলোর পরিবর্তে নতুন এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে মস্কো।

নতুন আধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে রাশিয়ার দাবি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer