Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

রাশিয়া-ইরাক বাণিজ্যিক বিমান চলাচল পুনরায় শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১২, ১৭ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাশিয়া-ইরাক বাণিজ্যিক বিমান চলাচল পুনরায় শুরু

ঢাকা : রাশিয়া ও ইরাকের মধ্যে ১৩ বছর পর রোববার বাণিজ্যিক বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইরাকে স্থিতিশীলতা ফিরে আসার লক্ষণ হিসেবে কর্মকর্তারা এ বিমান চলাচলের প্রশংসা করেছেন।

রুশ বিমান বন্দরের বিমান আসা যাওয়ার অনলাইন সময়সূচি থেকে জানা গেছে, ইরাকী এয়ারওয়েজের একটি বিমান স্থানীয় সময় সকাল ১০টা ৩১ মিনিটে বাগদাদ ত্যাগ করে। দুপুর ২টা ১৯ মিনিটে বিমানটি মস্কোর ভনুকভো বিমানবন্দরে পৌঁছানোর কথা।

রাশিয়ার বেসামরিক বিমান কর্তৃপক্ষের মুখপাত্র সার্গেই আজভলস্কি জানান, আজই প্রথম বাণিজ্যিক বিমান এসে পৌঁছেছে। তিনি জানান, পরে সম্ভবত উভয়দেশ ইরাকী নগরী বসরার সঙ্গে বিমান চলাচলের বিষয়ে সম্মত হবে।

ইরাকে ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর রাশিয়া ২০০৪ সালে বাগদাদে নিয়মিত বিমান চলাচল বন্ধ করে দেয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer