Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

রাশিয়ায় আরেক দফায় প্রেসিডেন্ট হলেন পুতিন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪১, ১৯ মার্চ ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাশিয়ায় আরেক দফায় প্রেসিডেন্ট হলেন পুতিন

ঢাকা : আরো ছয় বছরের জন্য রাশিয়াকে নেতৃত্ব দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রাশিয়ায় রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে বেশিরভাগ ভোট গণনার পর তিনি ৭৬ শতাংশ ভোট পেয়েছেন বলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোটিপতি কম্যুনিস্ট পাভেল গ্রোডিনিন ভোট পেয়েছেন মাত্র ১২ শতাংশ।

রাশিয়ায় রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে বেশিরভাগ ভোট গণনার পর তিনি ৭৬ শতাংশ ভোট পেয়েছেন বলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোটিপতি কম্যুনিস্ট পাভেল গ্রোডিনিন ভোট পেয়েছেন মাত্র ১২ শতাংশ।প্রধান বিরোধী নেতা আলেক্সেই নাভালিনিকে নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছিল।

প্রাথমিক ফলাফল ঘোষণার পর মস্কোয় একটি সমাবেশে হাস্যোজ্জল মিঃ পুতিন বলেন, ``গত কয়েক বছরের অর্জনের স্বীকৃতি এই ফলাফল।``

একজন সাংবাদিক তার কাছে জানতে চান, এর পরেও তিনি আবার ছয়বছরের জন্য নির্বাচনে দাঁড়াবেন কিনা?

হেসে ভ্লাদিমির পুতিন বলেন, ``আপনি যা বলছেন, তা খানিকটা মজার। আপনি কি মনে করেন, একশো বছর বয়স না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো?``

নির্বাচনের এই ফলাফল সম্পর্কে আগেই ধারণা করা হচ্ছিল।২০১২ সালের নির্বাচনে মিঃ পুতিন ৬৪ শতাংশ ভোট পেয়েছিলেন। সে হিসাবে এবার তার ভোট কিছুটা বেড়েছে।

বিবিসি বাংলা 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer