Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

রাবিনাকে হত্যা : দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:২১, ২০ আগস্ট ২০১৭

আপডেট: ০৮:৪৩, ২০ আগস্ট ২০১৭

প্রিন্ট:

রাবিনাকে হত্যা : দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিক্ষার্থীদের

ছবি: বহুমাত্রিক.কম

মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জের ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রাবিনা বেগমকে হত্যার দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মচ’চি পালন করেছে। শনিবার সকাল ১১টায় বিদ্যালয়ের সামনে রাস্তায় সহস্রাধিক ছাত্র-ছাত্রী মানববন্ধন কর্মসুচি পালন করে।

এ সময়ে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান সুলেমান মিয়া, অভিভাবক ও গ্রামবাসী এসে মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন। মানববন্ধন চলাকালে ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুরশেদ আলী আসামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য সবাইকে সচেতন হতে হবে।

উল্লেখ্য, প্রেমের ফাঁদে ফেলে প্রতারক প্রেমিক ঘাতক দেলোয়ার হোসেন গত ১২ জুলাই বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার পর ধলাই নদীতে রুবিনার লাশ ফেলে দেয়। ছাত্রীর বাবার দায়ের করা হত্যা মামলার গ্রেফতার হওয়া আসামী দেলোয়ারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিদ্যালয়ের সামনের সড়কে সহ¯্রাধিক শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন করে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer