Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

রাতেই চালু হবে সিএনজি স্টেশন : নসরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৫, ২৮ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাতেই চালু হবে সিএনজি স্টেশন : নসরুল

ঢাকা : বুধবার রাত ১২টায় সিএনজি পাম্পগুলো চালু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সচিবালয়ে বুধবার সকালে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, `আমরা আগে থেকেই জানিয়ে আসছি যে, বিবিয়ানা গ্যাসফিল্ড সার্ভিসিংয়ে যাবে। ঈদের আগে থেকেই আমরা সবাইকে জানিয়ে আসছি। আমরা পেপারেও দিয়েছি, টিভি স্ক্রলেও গেছে। এটি খুব বেশিক্ষণ না, ২৪ ঘণ্টা। গত রাত ১২টা থেকে আজকের রাত ১২টায় শেষ হবে। `

সিএনজি পাম্প বন্ধ থাকায় সমস্যা হওয়ার প্রশ্নে বিপু বলেন, `গ্যাসের জন্য আমার মনে হয়, খুব সাময়িক (সমস্যা)। হয়তো সিএনজি পাম্পগুলো গ্যাস দিতে পারবে না। কিন্তু যারা গাড়িতে সিএনজি ব্যবহার করেন, তারা পেট্রল ও তেলও ব্যবহার করেন। তারা তেল নিয়ে চলতে পারবেন, সমস্যা হবে না। `

তিনি বলেন, `আমাদের সবচেয়ে বড় চিন্তা ছিল, পাওয়ার প্লান্ট নিয়ে। আমি দেখেছি যে, পাওয়ার প্লান্টের সমস্যা হচ্ছে না। এখন যে অবস্থায় আছে, সেখানে প্রায় ৫০০-৬০০ এমএমসিএফ কমে গেছে। কিন্তু আমরা স্ট্যাবল অবস্থায় আছি। সব জায়গায় রীতিমতো বিদ্যুৎ দিতে পারছি। কারণ, আমাদের হাতে রিজার্ভ ছিল। সেটি দিয়ে মোটামুটি কাভার করে ফেলেছি। `

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer