Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

রাত পোহালেই এপ্রিল ফুল ডে, থাকছে কিছু মজার টিপস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩২, ৩১ মার্চ ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাত পোহালেই এপ্রিল ফুল ডে, থাকছে কিছু মজার টিপস

ঢাকা : আজকে গেলেই কাল এপ্রিল ফুল ডে। একটুখানি মজা হয়তো মনে থাকবে সারাজীবন। জীবন একটু হোক না আনন্দময়। কিছু বাড়তি ভালোলাগা যদি জীবনে আসে ক্ষতি কি। তবে যারা এপ্রিল ফুল ডে তে কি করবেন ভেবে পাচ্ছেন না। তাদের জন্য রইলো সহজ কিছু টিপস। একবার চেষ্টা করে দেখতে পারেন।

১. সদ্য দোল গিয়েছে। একটু আধটু রং বাড়িতে থাকলে স্ত্রীর শ্যাম্পুতে মিশিয়ে রাখুন। স্নানের সময়ে অবশ্যই বাড়িতে থাকবেন।

২. ক্রিম বিস্কিট কিনে ক্রিমটা খেয়ে ফেলুন। এবার টুথপেস্ট দিয়ে ফের আগের মতো বানিয়ে ফেলুন। বন্ধুদের দিন উদাস মুখে।

৩. ভোর থাকতে ঘুম থেকে উঠে স্ত্রীর ঘুম না-ভাঙিয়ে (কাজটা কঠিন) ঘরটা খেলনা আর বেলুনে সাজিয়ে রেখে বাজার চলে যান।

৪. বাজারে নানা রকম খেলনা পোকা কিনতে পাওয়া যায়। একেবারে আসলের মতো দেখতে। স্ত্রীর ড্রেসিং টেবলে ফেলে রাখুন।

৫. বান্ধবীর মোবাইল ফোনটা নিয়ে ল্যাঙ্গোয়েজ সেটিং বদলে তেলুগু বা মালায়লম করে দিন। আপনি কিন্তু কিছুই জানেন না।

৬. একটু ঝুঁকি নিতে পারলে অফিসের টয়লেটের ‘পুরুষ’ ও ‘মহিলা’ বোর্ড দু’টো বদলে দিন। ঝুঁকি নিতে না-পারলে দরজার ‘PUSH’ চাপা দিয়ে ‘PULL’ ঝুলিয়ে দিন।

৭. প্রতিবেশী অফিস থেকে ফেরার আগে তাঁর বাড়ির মূল দরজায় নোটিস ঝুলিয়ে দিন ‘মেন অ্যাট ওয়ার্ক, প্লিজ ইউজ অ্যানাদার ডোর’।

৮. ‘বাড়ি বিক্রি আছে’ লিখে বন্ধুর ফোন নম্বর দিয়ে স্টেশনের টিকিট কাউন্টারের পাশে সেঁটে দিন। অবশ্যই লিখবেন— ‘ফোন করুন এই রোববারসকাল ৬টার পরে।’

৯. সহকর্মীর কম্পিউটারের ডেস্কটপ থেকে সব আইকন লুকিয়ে রাখুন। তার আগে ডেস্কটপের স্ক্রিন শট নিয়ে সেটাকেই ওয়াল পেপার করে দিন।

১০. বন্ধুকে সপরিবারে নিমন্ত্রণ করুন। নিজের বাড়ির দরজায় ‘হ্যাপি এপ্রিল ফুল’ লিখে কোথাও চলে যান।

সংগৃহীত

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer