Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

রাজাপুরে মরে যাচ্ছে সড়ক ও সবুজ বেষ্টনীর শতশত গাছ

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৫, ৯ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাজাপুরে মরে যাচ্ছে সড়ক ও সবুজ বেষ্টনীর শতশত গাছ

ছবি : বহুমাত্রিক.কম

ঝালকাঠি :  রাজাপুরে সড়ক ও সবুজ বেষ্টনীর গাছে অজ্ঞাত মড়ক লেগেছে। ফলে শতশত গাছ মরে যাচ্ছে। তবে বন-বিভাগের কোন তদারকি দেখা যাচ্ছে না। আর এ নিয়ে রাজাপুর উপজেলার বড়ইয়া ও মঠবাড়ি ইউনিয়নের জন সাধারণ ক্ষোভ প্রকাশ করেছেন।

খোঁজ নিয়ে জানাগেছে, বিপুল পরিমান সরকারি অর্থে সবুজ বেষ্টনীর ও সড়কের এ গাছগুলো ১৫ বছর আগে রোপন করা হয়। পরিচর্যার অভাবে অজ্ঞাত রোগে গাছগুলো মরে যাচ্ছে আকাশমনি, শিশু, মেহগনি ও নিম গাছ।

উপজেলার আব্দুল মালেক কলেজ অধ্যক্ষ সৈয়দ মোঃ বেলায়েত হোসেন বলেন, এভাবে প্রতি বছর গাছগুলো মারা গেলে এক সময় শূন্য হয়ে পড়বে ছায়া ঘেরা সবুজ বেষ্টনী, হারাবে পরিবেশের ভারসম্য।

সড়ক ও জনপদের প্রকৌশলী মোঃ লুৎফর রহমান জানান, গাছগুলো শুধু পরিবেশ রক্ষাই করেনা সড়কও স্থায়ীভাবে বাঁচিয়ে রাখে। সড়কের দু’পাশের রোপনকৃত গাছগুলোর শেকড় সড়কের নীচ থেকে ছড়িয়ে সড়ককে শক্ত রাখে।

এ ব্যপারে উপজেলা বন বিভাগের কর্মকর্তা আলমগীর হোসেন জানান, এ অঞ্চলের মাটি শিশু গাছের জন্য উপযোগি নয় যার কারণে একটু বড় হলেই মড়ক রোগে আক্রান্ত হয়। আর আকাশমনিসহ অন্যান্য গাছগুলোর আমরা পরিচর্যা করছি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer