Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রাজা ভুমিবলের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন বাংলাদেশের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৬, ১৮ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাজা ভুমিবলের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন বাংলাদেশের

ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলেদজে’র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

মন্ত্রী মঙ্গলবার ঢাকার বারিধারায় রাজকীয় থাই দূতাবাসের শোক বইতে স্বাক্ষরকালে এ শ্রদ্ধা ব্যক্ত করে আরো মন্তব্য করেন যে, থাইল্যান্ডের জনগণের প্রতি রাজার অবদান ও ভালবাসা কেবল তার দেশের নয় বরং এ অঞ্চলের মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নেবে। বাংলাদেশের রাজা ভুমিবল বদান্যতা, ত্যাগ ও মানবিকতার প্রতীক হিসেবে সব সময় শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত।

পররাষ্ট্রমন্ত্রী তার মন্তব্যে লেখেন, ‘আমি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষে থাইল্যান্ডে বন্ধুপ্রতীম সরকার ও জনগণের প্রতি আন্তরিক শোক জ্ঞাপন করছি।’ একই সঙ্গে তিনি রাজপরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মন্ত্রী মন্তব্য করেন, এই শোকের সময়ে আমরা বাংলাদেশের জনগণ থাইল্যান্ডের বন্ধুপ্রতীম জনগণের পাশে আছি।

রাজা ভুমিবল ১৩ অক্টোবর সিরিরাজ হাসপাতালে ইন্তেকাল করেন। ১৯২৭ সালের ৫ ডিসেম্বর জন্মগ্রহণকারী রাজা ভুমিবল ৭০ বছর রাজ দায়িত্ব পালন করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer