Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০২, ২৩ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে হাইকোর্টের রুল

ঢাকা : নতুন করে রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের দুটি ধারা ও নিবন্ধন বিধিমালার একটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আইন সচিব, নির্বাচন কমিশন সচিব ও কমিশনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত।

বুধবার এ বিষয়ে একটি রিট আবেদনের শুনানি শেষে এ রুল জারি করেন উচ্চ আদালত।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফারুকের (এম ফারুক) সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন সাবেক মন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।

রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer