Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

রাজনীতিকে ধ্বংসের মুখে ফেলেছিলেন জিয়া : তোফায়েল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৩, ১৬ মার্চ ২০১৮

আপডেট: ২২:৫০, ১৬ মার্চ ২০১৮

প্রিন্ট:

রাজনীতিকে ধ্বংসের মুখে ফেলেছিলেন জিয়া : তোফায়েল

ছবি : পিআইডি

ঢাকা : টাকার বিনিময়ে রাজনীতিতে প্রবেশের সুযোগ দিয়ে জিয়াউর রহমান রাজনীতিকে ধ্বংসের মুখে ফেলেছিলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শুক্রবার বিকেলে রাজধানীতে ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, জিয়া দম্ভ করে বলেছিলেন আমি রাজনৈতিকবিদদের জন্য রাজনীতি কঠিন করে দিয়ে যাবো। টাকা দিয়ে রাজনীতি কেনার চেষ্টা করে দেশটাকে ধ্বংস করার চেষ্টা করেছিলো জিয়াউর রহমান।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু একজন মহৎ লোক ছিলেন। মানবদরদী ছিলেন। তিনি কখনও বিশ্বাস করতে পারেননি বাংলাদেশের মানুষ তাকে হত্যা করতে পারে। আজকে বঙ্গবন্ধু নেই। তার স্বপ্ন ছিলো দুটি।’

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘তিনি স্বাধীনতা এনে দিয়ে গেছেন। আর অর্থনৈতিক মুক্তির কাজ শুরু করলেও তার অসমাপ্ত কাজ করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer