Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

‘রাজধানীর পুজামণ্ডপগুলোতে ব্যাগ,ছুরি, বিস্ফোরক নিষিদ্ধ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৮, ২৫ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ১৩:২২, ২৫ সেপ্টেম্বর ২০১৭

প্রিন্ট:

‘রাজধানীর পুজামণ্ডপগুলোতে ব্যাগ,ছুরি, বিস্ফোরক নিষিদ্ধ’

ঢাকা : রাজধানীর ২৩১টি পূজা মণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেছেন, রাজধানীর ২৩১টি পূজা মণ্ডপে নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশ। রাজধানীর ঢাকেশ্বরী, গুলশান-বনানী, রামকৃঞ্চ মিশন ও ধানমন্ডির চার বড় মন্দিরে সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া হবে।

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে নগরীর ২৩১টি পূজা মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নেয়ার পাশাপাশি সব ধরনের ব্যাগ, ধাতব বস্তু, ছুরি ও বিস্ফোরক নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশ।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এ সময়, দশমীর দিন মণ্ডপগুলো থেকে বিকেল ৩টায় দেবী বিসর্জনের উদ্দেশে বের হয়ে নির্ধারিত স্থানে যাওয়ার নির্দেশনাও দেন তিনি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer