Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রাজধানীতে ৬৪০৬ টি পরিত্যক্ত বাড়ি রয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

আপডেট: ২২:১১, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

প্রিন্ট:

রাজধানীতে ৬৪০৬ টি পরিত্যক্ত বাড়ি রয়েছে

ঢাকা: ‘রাজধানীতে ৬ হাজার ৪০৬টি পরিত্যক্ত বাড়ি রয়েছে’ বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ‘তবে এসব পরিত্যক্ত বাড়ি শুধুমাত্র শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দ দেয়া হয়ে থাকে। অন্য কাউকে বরাদ্দ দেয়ার বিধান নেই’ বলেও জানান তিনি।

রোববার বিকেলে ১০ম জাতীয় সংসদের ৯ম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত-৬ আসনের সংসদ সদস্য সেলিনা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, ‘রাজধানীতে রাজউকের আওতাধীন এলাকায় কম-বেশি ১৫১টি পরিত্যক্ত বাড়ি ও প্লট আছে।’

মন্ত্রী বলেন, ‘প্রথমবার নির্বাচিত সদস্যদের মধ্যে যাদের ঢাকা শহরে কোনো জমি/বাড়ি নেই তাদের অনুকূলে প্লট/বাড়ি বরাদ্দ দেয়ার আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে রাজউক সম্প্রতি দুটি নতুন আবাসন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে। প্রকল্প দুটি অনুমোদিত হলে প্রথমবার নির্বাচিত সব সংসদ সদস্য প্লট বরাদ্দ চেয়ে আবেদন করলে তা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।’

এসময় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খানের অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থার মোট ৫০৩ দশমিক ২৯ একর জমি বেদখল আছে।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer