Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

রাজধানীতে অ্যাপসনির্ভর যাত্রী পরিবহনে নীতিমালা হচ্ছে : কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫১, ২২ জুন ২০১৭

আপডেট: ১৬:৫২, ২২ জুন ২০১৭

প্রিন্ট:

রাজধানীতে অ্যাপসনির্ভর যাত্রী পরিবহনে নীতিমালা হচ্ছে : কাদের

ঢাকা : ঢাকা মহানগরীতে উবারসহ অন্যান্য মোবাইল অ্যাপসনির্ভর যাত্রী পরিবহন সেবা জনগণের জন্য উন্মুক্ত করতে চায় সরকার। এ লক্ষ্যে খসড়া নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে চলছে। নীতিমালা চূড়ান্ত করতে জনগণের পাশাপাশি শিগগিরই অংশীজনদেরও মতামত নেয়া হবে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে উবার ইস্ট রিজিওনের পাবলিক পলিসি বিষয়ক প্রধান মিস চাঁদ তুলাল মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর সেবা থেকে আমরা বিচ্ছিন্ন থাকতে পারি না। তবে এসব সেবা দেশের প্রচলিত আইন ও কাঠামোর আওতায় আনতে হবে।

উন্নত বিশ্ব বা বিশ্বের জনবহুল নগরীর মতো ঢাকা মহানগরীতে মোবাইল অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ারিং সেবা পরিচালনায় যাত্রী স্বার্থের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেয়া হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer