Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

রাজউক ভবনে দুর্ধর্ষ চুরি, ফাইল গায়েবের আশঙ্কা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাজউক ভবনে দুর্ধর্ষ চুরি, ফাইল গায়েবের আশঙ্কা

ঢাকা : রাজউক ভবনে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে এক দল দুর্বৃত্ত গ্রিলকেটে ভবনের ভিতর ঢুকে এই দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করে। কমপক্ষে ১০টি রুমের তালা ভেঙে ফাইল-পত্র ব্যাপক তছনছ করে।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা্ মূল্যবান ফাইল-পত্র নিয়ে গেছে। তবে কি কি খোয়া গেছে সেই বিষয়ে এখনও অন্ধকারে রয়েছে রাজউকের উর্ধ্বতন কর্তৃপক্ষ। সন্দেহ করা হচ্ছে, রাজউকের ভিতরের একটি দুর্নীতিবাজ চক্র এই চুরির ঘটনার সাথে জড়িত থাকতে পারে।

রোববার মতিঝিল থানার ওসিসহ সিআইডির একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে রাজউকের একজন উপ-পরিচালক বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেছেন।

চুরির ঘটনায় রাজউকের পরিচালক (এস্টেট) আনিসুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। রোববার থেকে ঝিলমিল প্রকল্প অফিসে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। রাজউকের কর্মচারী, কর্মকর্তাসহ কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না। কর্তৃপক্ষ বলছেন, তদন্তের স্বার্থেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer