Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

রাঙ্গামাটিতে লার্নিং এন্ড আর্নিং বিষয়ক মেলা অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৩, ২৪ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাঙ্গামাটিতে লার্নিং এন্ড আর্নিং বিষয়ক মেলা অনুষ্ঠিত

রাঙ্গামাটি : তথ্য ও প্রযুক্তি বিভাগের আওতাধীন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে দিন ব্যাপী লার্ণিং এন্ড আর্ণিং মেলা অনুষ্ঠিত হচ্ছে।

সকালে মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোয়াজ্জম হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদ উল¬াহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

দিন ব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার তিনজন ফ্রিল্যান্সার কে তথ্য ও প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে তিনটি ল্যাপটপ প্রদান করা হয়।

দিনব্যাপী এই মেলায় আউট সোর্সিং বিষয়ক কর্মশালার পাশাপাশি আউট সোর্সিং এর মাধ্যমে উপার্জনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।

মেলায় মোট ২৫ টি স্টলে তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন উপস্থাপনা প্রদর্শনের পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শন, নাগরিক সুবিধা প্রদান, তথ্য ও প্রযুক্তি সেক্টরে বর্তমান সরকারের সফলতা বিষয়ক বিভিন্ন চিত্র প্রদর্শিত হচ্ছে।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলায় ৫ শতাধিক শিক্ষার্থী ও বিভিন্ন পেশার পেশাজীবি অংশ নেয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer