Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

রাঙ্গামাটিতে বৃক্ষ ও বন জরিপ বিষয়ক মতবিনিময়

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ০৩:৩৯, ১০ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাঙ্গামাটিতে বৃক্ষ ও বন জরিপ বিষয়ক মতবিনিময়

রাঙ্গামাটি: ‘বৃক্ষ ও বন জরিপ-২০১৬ বাংলাদেশ’ শীর্ষক এক মতবিনিময় সভা বৃহস্পতিবার রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন মোটেলে অনুষ্ঠিত হয়। বন অধিদপ্তর এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ঊষাতন তালুকদার।

বন বিভাগ, রাঙ্গামাটি সার্কেলের বন সংরক্ষক মোঃ সামসূল আয়মের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, রাঙ্গামাটি নাগরিকে কমিটির সভাপতি গৌতম দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন সহ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তাগন, কাঠ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, হেডম্যান, জোত মালিক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় জানানো হয় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। পাশাপাশি মানুষের দৈনন্দিন চাহিদা মিটায় বৃক্ষ। জলবায়ূ পরিবর্তনের মোকাবেলার বন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

বনজ সম্পদের সুরক্ষা, সর্বোত্তম ব্যবহারসুনিশ্চিত, বনের আচ্ছাদন বৃদ্ধি এবং বন মহা পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে দেশব্যাপী সরকারী বন ও বন বর্হিভূত বৃক্ষ জরিপের উদ্যোগ নেয়া হয়েছে।
এই জারিপ ২০১৬ সালের নভেম্বর থেকে শুরু হয়েছে এবং আগামী ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত চলমান থাকবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer