Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

রাঙ্গামাটিতে নবান্নের বর্ণাঢ্য আয়োজন

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৬, ১৬ নভেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাঙ্গামাটিতে নবান্নের বর্ণাঢ্য আয়োজন

ছবি: বহুমাত্রিক.কম

রাঙ্গামাটি : উৎসব মুখর পরিবেশে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে উদযাপন করা হয়েছে নবান্ন উৎসব।

উৎসবকে কেন্দ্র করে রাঙ্গামাটি জেলা প্রশাসন এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে রাঙ্গামাটিতে আয়োজন নবান্নের আনন্দ র‌্যালি, পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার সকালে রাঙ্গামাটি পৌরসভা কার্যালয় চত্বর হতে শুরু হয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি। জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান র‌্যালির নেতৃত্ব দেন।

র‌্যালি শেষে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় নবান্নের পিঠা উৎসব। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পিঠা উৎসবে স্টলে প্রদর্শিত হয় ঐতিহ্যবাহী বাংলার সুস্বাদু পিঠা।

পরে শহীদ আব্দুল আলী একাডেমী মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer