Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

রাঙ্গামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মোস্তফা কামাল,রাঙ্গামাটি

প্রকাশিত: ১৭:২৪, ১৯ জুলাই ২০১৮

আপডেট: ০২:৩০, ২০ জুলাই ২০১৮

প্রিন্ট:

রাঙ্গামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ছবি : বহুমাত্রিক.কম

রাঙ্গামাটি : স্বয়ংসম্পূর্ন মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য অায়োজনের মধ্য দিয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮।

মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে সকালে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

জেলা পরিষদ সদস্য সাধন মমনি চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মেহাম্মদ অাযম, অতিরিক্ত পুলিশ সুপার রনজিৎ ধর, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোরন্জন ধর, কৃষি সম্প্রসারণ অধাদপ্তেরর অান্চলিক কার্যালয়ের উপ-পরাচালক তপন কুমার, মৎস্য গবেষণা ইনস্টিটউটের বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী বেলাল উদ্দিন বক্তব্য রাখেন।

অালোচনা সভা শেষে রাজবাড়ী ঘাট সংলগ্ন কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করা হয়। এর অাগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা পরিষদ এবং জেলা মৎস্য অফিসের উদ্যেগে রাঙ্গামাটি শহরে বর্ণাঢ্য শো্ভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রার নেকৃত্ব দেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

এদাকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি, কাপ্তাই, রাজস্থলী, লংগদু সহ সকল উপজেলায় র্যালী, অালোচনা সভা ও মাছের পোনা অবমিক্তকরন কর্মসূচি উদযাপন করা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer