Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

রাঙ্গামাটিতে একযোগে ২ লাখ তালের বীজ রোপণ

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ০৩:০৬, ২৬ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০৩:০৭, ২৬ সেপ্টেম্বর ২০১৭

প্রিন্ট:

রাঙ্গামাটিতে একযোগে ২ লাখ তালের বীজ রোপণ

ছবি: বহুমাত্রিক.কম

রা্ঙ্গামাটি : রাঙ্গামাটিতে এক যোগে ২ লাখ তালের বীজ রোপণ করা হয়েছে। রোববার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ, পৌরসভা এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই তাল বীজ রোপণ কর্মসূচি সম্পন্ন করা হয়।

রাঙ্গামাটি জেলা আদালত ভবন প্রাঙ্গনে তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলার দায়রা জজ মোঃ কায়সার। রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এই সময় উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি সরকারি কলেজ প্রাঙ্গণে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান তাল বীজ রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাফর আহমেদ সহ কলেজের শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।

একই সময় রাঙ্গামাটির জেলা সদর এবং উপজেলা সমূহে রাস্তার দু পাশে এবং স্ব স্ব প্রতিষ্ঠানের খালি জায়গায় তালবীজ রোপন করা হয়। সমাজের সর্বস্তরের লোকজন স্বতস্ফুর্তভাবে এই তাল বীজ রোপন কর্মসূচিতে অংশ নেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer