Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, বুধবার ১৭ এপ্রিল ২০২৪

রাঙ্গামাটিতে আদিবাসী লেখকদের দু’দিনের সম্মেলন শুরু

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ০৩:১১, ২৬ নভেম্বর ২০১৬

আপডেট: ০৩:১৭, ২৬ নভেম্বর ২০১৬

প্রিন্ট:

রাঙ্গামাটিতে আদিবাসী লেখকদের দু’দিনের সম্মেলন শুরু

ছবি: বহুমাত্রিক.কম

রাঙ্গামাটি : দুই দিনব্যাপি ২য় পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক সম্মেলন-২০১৬ শুক্রবার থেকে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম আন্ঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা সন্তু লারমা মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন।

পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের সভাপতি শিমির চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত লেখক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাটক তত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহম্মেদ, ভারতের ত্রিপুরা রাজ্যের লেখক মঙ্গল দেব বর্মনসহ আদিবাসী লেখকরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী লেখকদের একটি সংকলনের মোড়ক উম্মোচন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম আদবাসী লেখক ফোরামের আয়োজনে এই সম্মেলনে তিন পার্বত্য জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের শতাধিক লেখক-লেখিকা অংশ নিচ্ছেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer