Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

রাখাইনে সেনা অভিযান বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৬, ১৭ নভেম্বর ২০১৭

আপডেট: ০৯:৩৭, ১৭ নভেম্বর ২০১৭

প্রিন্ট:

রাখাইনে সেনা অভিযান বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাস

ঢাকা : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযান বন্ধে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটিতে। বৃহস্পতিবার ১৩৫-১০ ভোটে পাস হয় প্রস্তাবটি।

এছাড়া ২৬টি সদস্য দেশ ভোট দানে বিরত থাকে। না ভোট দেওয়া বা বিরোধিতাকারী দেশগুলোর মধ্যে রয়েছে মিয়ানমারের প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র চীন, রাশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, লাওস।

জাতিসংঘ কমিটি বাংলাদশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে তাদের পূর্ণ নাগরিকত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে মিয়ানমারের প্রতি। প্রস্তাবটি এখন ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপন করা হবে, যেখানে চূড়ান্ত ভোট হবে ডিসেম্বর মাসে। ধারণা করা হচ্ছে, এই প্রস্তাব সেখানেও পাস হবে।

ইসলামি সহায়তা সংস্থার (ওআইসি) ৫৭ সদস্য দেশ প্রস্তাবটি জাতিসংঘের ওই কমিটিতে উত্থাপন করে। ওআইসির পক্ষে জাতিসংঘে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল মোয়াল্লিমি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে ধর্মীয় বিদ্বেষের আরেক অমানবিক চিত্র দেখা যাচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer