Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

রাখাইনে এখনও জ্বলছে গ্রাম : অ্যামনেস্টি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৭, ২৪ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাখাইনে এখনও জ্বলছে গ্রাম : অ্যামনেস্টি

ঢাকা : মিয়ানমারের রাখাইন রাজ্যের গ্রামগুলোকে এখনো নতুন করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি এ সংক্রান্ত স্যাটেলাইটের ছবি ও ভিডিও প্রমাণ হিসাবে প্রকাশ করেছে।  

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দুর্যোগ ব্যবস্থাপনা পরিচালক তিরানা হাসান বলেছেন, ‘গত মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মিথ্যাচার করেছেন সু চি। তার দেয়া তথ্যমতে ৫ সেপ্টেম্বরের পর থেকে সেখানে আর কোনো অভিযান চালায়নি সেনাবাহিনী। কিন্তু গত শুক্রবারেও স্যাটেলাইটের ছবিতে সেখানে আগুনের চিহ্ন পাওয়া গেছে। উড়তে দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমারে সেনা অভিযান শুরুর প্রায় তিন সপ্তাহ পরও আমরা দেখছি, রোহিঙ্গাদের ঘরবাড়ি ও গ্রাম পোড়ানো হচ্ছে। ভয়ে রোহিঙ্গারা এলাকা ছেড়ে পালাচ্ছে। অভিযানে রোহিঙ্গাদের শুধু গ্রাম থেকে তাড়ানোই হচ্ছে না, তারা যাতে আর ফিরতে না পারে, সে জন্য ঘরবাড়ি পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে।’ 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer