Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ৫ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ঢাকা : ‘ক্ষুদ্রতম’ মলিকিউলার মেশিন উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে এবছর রসায়নে নোবেল পেলেন যৌথভাবে তিন বিজ্ঞানী। তাঁরা হলেন- জ্যঁ পিয়েরে সোভেজ, স্যার জে. ফ্রেশার স্টুডার্ট ও বার্নার্ড এল ফেরিঙ্গা।

বুধবার বিকালে সুইডিশ নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে।

দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের বিবৃতিতে বলা হয়েছে, মলিকুলার মেশিনস বা আণবিক যন্ত্রের নকশা ও সংশ্লেষে অবদান রাখায় তিন বিজ্ঞানী এই পুরস্কার পাচ্ছেন। এই আণবিক যন্ত্র নিয়ন্ত্রণযোগ্য, ন্যানোমিটার আকৃতির কাঠামো যা রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তি ও গতিতে রূপ দিতে পারে। এই পদ্ধতি ব্যবহার করে রসায়নবিদেরা সুইচ থেকে শুরু করে মোটর পর্যন্ত আণবিক যন্ত্র তৈরি করতে পারেন। পুরস্কার হিসেবে ৩ বিজ্ঞানী পাচ্ছেন ৮০ লাখ সুইডিশ ক্রোনা।

এ বছর রয়েল সুইডিশ একাডেমির এটি তৃতীয়তম পুরস্কার ঘোষণা। এর আগে চিকিৎসা ও পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer