Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

রবি’র নেটওয়ার্ক খাতে ৫৬০ কোটি টাকা বিনিয়োগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১১, ২৫ আগস্ট ২০১৬

আপডেট: ১৯:৩২, ২৫ আগস্ট ২০১৬

প্রিন্ট:

রবি’র নেটওয়ার্ক খাতে ৫৬০ কোটি টাকা বিনিয়োগ

ঢাকা : মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ২.৫জি, ৩.৫জি নেটওয়ার্ক বিস্তৃতিতে বিনিয়োগ করেছে ৫৬০ কোটি টাকা।

আর্থিক বিবরণী প্রকাশ করে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রবি।

রবি জানিয়েছে, ২০১৬ সালের দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ১ শতাংশ। কিন্তু এ সময়ে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের নেটওয়ার্ক আধুনিকায়নের ফলে ব্যয় বৃদ্ধি পাওয়ায় ৩ দশমিক ৪২ কোটি টাকা লোকসান গুনতে হয়েছে।

তারপরও ২০১৬ সালের দ্বিতীয় প্রান্তিকে রাষ্ট্রীয় কোষাগারে রবি জমা দিয়েছে ৩০০ কোটি টাকা, যা মোট রাজস্বের ২৪ দশমিক ৬ শতাংশ।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer