Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার চূড়ান্ত অনুমোদন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৭, ১৮ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার চূড়ান্ত অনুমোদন

ঢাকা : দেশের শীর্ষ দুই মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।

মঙ্গলবার বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, কমিশন বৈঠকে রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, অনুমোদনের ফলে প্রায় সব প্রক্রিয়া শেষ হলো, নির্ধারিত মাসুল ও ফি দিয়ে একীভূত হবে এই দুই অপারেটর।

রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার প্রস্তাব গত আগস্টে হাইকোর্টের অনুমোদন পায়। একীভূত হওয়ার পর এই কোম্পানি পরিণত হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানে। রবি নামেই বাজারে ব্যবসা করবে দুটি প্রতিষ্ঠান।

রবি ও এয়ারটেলের ব্যবসা এক হলে একীভূত কোম্পানির গ্রাহক সংখ্যা দাঁড়াবে চার কোটির বেশি, যা বাংলাদেশের মোট মোবাইল ফোন গ্রাহকের এক-চতুর্থাংশ।

২০১৬ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর থেকে ডিসেম্বর) এই একীভূতকরণ প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে বলে আশা করছে রবি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer