Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

রংপুরে যাত্রা শুরু করলো ‘বর্ণমালা’ গ্রন্থাগার

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৪, ২০ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রংপুরে যাত্রা শুরু করলো ‘বর্ণমালা’ গ্রন্থাগার

ছবি : বহুমাত্রিক.কম

রংপুর : ‘আমাদের সংগ্রহ, আমরা পড়ি’ এই স্লোগানকে সামনে রেখে রংপুরে যাত্রা শুরু করলো বর্ণমালা গ্রন্থাগার।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থীরা তাদের শিক্ষা সমাপনীর দিন বিভাগের শিক্ষক ও বর্ণমালা গ্রন্থাগারের উদ্যোক্তা উমর ফারুকের হাতে বই তুলে দিয়ে এই গ্রন্থাগারের শুভ সূচনা করে।

গ্রন্থাগারের উদ্যোক্তা উমর ফারুক জানান, যে কেউ ন্যূনতম একটি গ্রন্থ জমা দিয়ে বর্ণমালা গ্রন্থাগারের সদস্য হতে পারবেন। এতে সদস্য সংখ্যা যতো বাড়বে গ্রন্থাগারে বইয়ের সংখ্যাও ততো বৃদ্ধি পাবে। একজন পাঠক মাত্র একটি বই নিয়ে গ্রন্থাগারে সদস্য হয়ে, পড়তে পারবে অসংখ্য বই।

তিনি বলেন, এই গ্রন্থাগারে টাকার অংকে কোনো ব্যয় নেই। সদস্য ফি নেই। নেই কোনো বাৎসরিক চাঁদাও। গ্রন্থাগারের জন্য সবাই মিলে বই সংগ্রহ করবো, পড়বোও সবাই মিলে। এটা আমাদের সবার সংগ্রহ। এ গ্রন্থাগার আমাদের সবার। আমাদের সবার অধিকারে থাকবে বর্ণমালায়। অনেকের অংশীদারিত্ব থাকায় বইঘর একদিন সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। এ উদ্যোগ সবাইকে বইমুখি করে তুলবে। এসময় বইপ্রেমীদেরকে বর্ণমালা গ্রন্থাগারের সদস্য হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer