Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, বুধবার ১৭ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রের জলবায়ু চুক্তি থেকে সরে আসায় ঢাকার হতাশা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪১, ৬ জুন ২০১৭

আপডেট: ১৭:৪৬, ৬ জুন ২০১৭

প্রিন্ট:

যুক্তরাষ্ট্রের জলবায়ু চুক্তি থেকে সরে আসায় ঢাকার হতাশা

ঢাকা : প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার সিদ্ধান্তে বাংলাদেশ আজ হতাশা ব্যক্ত করেছে।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী মঙ্গলবার এখানে বলেন, পরিবেশ ও পৃথিবীর নিরাপত্তায় আমাদের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্বায়নের যাত্রায় যুক্তরাষ্ট্রের মতো নেতৃত্বশীল অংশীদারকে হারানো খুবই দুঃখজনক।

এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে ১৬ কোটি জনসংখ্যার বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ব্যাপক বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে এবং বাংলাদেশ প্যারিস জলবায়ু চুক্তির ব্যপারে অঙ্গীকারবদ্ধ।

জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় নিজস্ব ও আন্তর্জাতিক সম্পদ ব্যবহারে বাংলাদেশ বিশ্বব্যাপী তার সকল বন্ধু দেশ ও অংশীদারদের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer