Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রে হামলা অনিবার্য : উত্তর কোরিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৮, ২৪ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

যুক্তরাষ্ট্রে হামলা অনিবার্য : উত্তর কোরিয়া

ঢাকা : ‘রাষ্ট্রপ্রধান কিম জং উনকে ‘রকেট ম্যান’ নামে ডেকে যুক্তরাষ্ট্রে ‘আমাদের রকেট‌’ যাওয়া অনিবার্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প‌’, বললেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো।

শনিবার নিউইয়র্কে জাতিসংঘের ৭২তম অধিবেশনে ভাষণদানকালে এমন মন্তব্য করেন তিনি।

জাতিসংঘে বিশ্বনেতাদের এ সমাবেশে রি বলেন, ‘দীর্ঘ ও কঠোর পরিশ্রমের পর অবশেষে আমরা পরমাণুশক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার শেষ পর্যায়ে চলে এসেছি।’

তিনি আরও বলেন, ‘বিরুদ্ধ শক্তি যদি ভেবে থাকে উত্তর কোরিয়াকে কোনভাবে হয়তো কাবু করা সম্ভব, সে আশার গুড়ে বালি। কঠোরতম নিষেধাজ্ঞা দিয়েও উত্তর কোরিয়াকে তার নিজস্ব অবস্থান থেকে এক ইঞ্চিও পিছু হঠানো যাবে না।’

এর আগে, নিউইয়র্কে গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উদ্দেশে বলেন, ‘রকেট ম্যান আত্মঘাতী মিশনে আছে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer