Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ক্রুজের স্বীকারোক্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫১, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ক্রুজের স্বীকারোক্তি

ফাইল ছবি

ঢাকা : মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি স্কুলে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যার ঘটনায় আটক নিকোলাস ক্রুজ পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। ক্রুজের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার ক্রুজকে আদালতে হাজির করা হলে সেখানেই পুলিশ তার স্বীকারোক্তির কথা জানায়।

এফবিআই বলছে, গত বুধবার ১৯ বছর বয়সী এই তরুণ মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে ওই হত্যাকাণ্ড চালান।

এফবিআই জানায়, গত বছর একটি ইউটিউব মন্তব্যের সূত্র ধরে বেন বেনিংটন নামে এক ব্যবহারকারী এফবিআই`কে ক্রুজ সম্পর্কে সতর্ক করেছিল। স্কুলের বহিষ্কৃত ছাত্র ক্রুজের ব্যাপারে শিক্ষকদেরও ইমেইল পাঠিয়ে সতর্ক করেছিল স্কুল কর্তৃপক্ষ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer