Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০, ২১ অক্টোবর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

ঢাকা : জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে স্পিকার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আয়োজনে পার্লামেন্টারি নেটওয়ার্কের উদ্যোগে অনুষ্ঠিতব্য পার্লামেন্টারি ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

স্পিকার ১৬ অক্টোবর জাতিসংঘের সদর দপ্তরের ইকোসক চেম্বারে “রোহিঙ্গা সঙ্কট ও বাংলাদেশের মানবিক সহায়তা” বিষয়ক ব্রিফিং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এদিনে শিরীন শারমিন চৌধুরী জাতিসংঘের সাবেক মহাসচিব ও এ্যাডভাইজরি কমিটি অন রাখাইন স্টেট এর চেয়ারম্যান কফি আনানের সাথেও বৈঠক করেন।

এছাড়াও ১৭ অক্টোবর’২০১৭ স্পিকার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ ও ইউএন-উইমেন এর নির্বাহী পরিচালক মিজ ফুমজিলে মোলামবো নগসুকার সাথে ফলপ্রসূ বৈঠক করেন।

স্পিকারকে স্বাগত জানাতে শুক্রবার রাতে সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer