Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কে প্রধান বাধা ইউক্রেন : টিলারসন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০১, ৮ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কে প্রধান বাধা ইউক্রেন : টিলারসন

ঢাকা : যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে ইউক্রেন সংকট। ভিয়েনায় ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থার (ওএসসিই) মিনিস্টারিয়াল কাউন্সিলের বৈঠকের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন একথা বলেন। খবর তাসের।

টিলারসন বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বদা রাশিয়ার সাথে ভাল সম্পর্ক গড়তে চায়। এ লক্ষ্যে গত বছর উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনের ফাঁকে এ দুই নেতা কয়েকবার সাক্ষাত করেন।

টিলারসন বলেন, সিরিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে মত পার্থক্য থাকলেও এ দু’দেশের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্রধান বাধাই হচ্ছে ইউক্রেন সংকট।

ভিয়েনায় সংস্থার সদর দপ্তরে বৃহস্পতিবার ওএসসিই’র সদস্যভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দু’দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে। বৈঠকের আলোচ্য সূচিতে অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে ইউক্রেন সংকট, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ও অস্ত্র নিয়ন্ত্রণ। সেগেই লাভরভ ও রেক্স টিলারসনসহ বৈঠকে ৪০ জন শীর্ষ কূটনীতিক অংশ গ্রহণ করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer