Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

যান্ত্রিক ত্রুটি হতেই পারে: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৭, ৩ ডিসেম্বর ২০১৬

আপডেট: ১৮:০৩, ৩ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

যান্ত্রিক ত্রুটি হতেই পারে: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

ছবি: টেলিভিশন থেকে নেওয়া

ঢাকা : হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ইঞ্জিনের নাট খুলে যাওয়া ও জরুরি অবতরণকে নিছক যান্ত্রিক ত্রুটি ছিল বলে জানিয়েছেন তিনি।

শনিবার বিকাল ৪টায় গণভবনে পানি সম্মেলন-২০১৬ তে অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নে প্রধানমন্ত্রী একথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘এটা যান্ত্রিক ত্রুটি ছিল। আল্লাহর রহমতে সহি-সালামাতে ফিরে এসেছি। যান্ত্রিক ত্রুটি হতেই পারে। সবার দোয়া চাই।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, আমার বাবা-মাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়েই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি এসেছি। ঝুঁকির মধ্যে আছি, চলতে থাকবো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্ঘটনা যান্ত্রিক কারণে হতে পারে আবার মনুষ্য সৃষ্টিও হতে পারে। তবে দুর্ঘটনা ঘটতেই পারে। এনিয়ে এতো টেনশন করার কিছু নেই।’

আসন্ন ভারত সফরে তিস্তা চুক্তি সইয়ের সম্ভাবনা আছে কি না-এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, ‘শর্ত দিয়ে সফর হচ্ছে না। তবে তিস্তা নিয়ে আলোচনা চলছে, আমরা আশাবাদী। আমাদের মত আমরা কাজ করছি।’

শেখ হাসিনা বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গঙ্গার পানি বণ্টন। গঙ্গার পানি বণ্টন চুক্তি আমরা করেছি। অন্যগুলো নিয়েও আমরা আশাবাদী।’

তিস্তার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আলোচনা করছি, এটা এখন নির্ভর করছে তাদের ওপর তারা কীভাবে নেবে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি। শুধু তিস্তা নয়, ৫৪টি নদী নিয়েই আলোচনা চলছে, এই আলোচনা চলবে।’

প্রসঙ্গত, হাঙ্গেরির প্রেসিডেন্ট জানোস এডারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানি সম্মেলন ২০১৬ এ অংশ নিতে চার দিনের সফরে গত ২৭ নভেম্বর বুদাপেস্ট যান। চার দিনের সফর গত বুধবার রাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer