Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

যানজটে স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৫, ১৬ ডিসেম্বর ২০১৭

আপডেট: ১১:৩৪, ১৬ ডিসেম্বর ২০১৭

প্রিন্ট:

যানজটে স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

ফাইল ছবি

টাঙ্গাইল : যানজটে স্থবির হয়ে পরেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। টাঙ্গাইলের করটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় সৃষ্ট তীব্র যানজট অব্যাহত রয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পরেছেন যাত্রীরা।

এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ মো. তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন,  শুক্রবার ভোর ৪টার দিকে মহাসড়কের এলেঙ্গায় ট্রাক বিকল হয়ে পড়ায় এ যানজট দেখা দিয়েছে। এতে বঙ্গবন্ধু সেতু থেকে করটিয়ার রসুলপুর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার পথ যানজটের সৃষ্টি হয়।

জেলা ও হাইওয়ে পুলিশ যানজট নিরসনে সার্বিক চেষ্টা অব্যাহত রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার লেনের কাজ চলা, মহাসড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হওয়া এবং শুক্র ও শনিবারের ছুটি উপলক্ষে অতিরিক্ত গাড়ির চাপ বাড়ার কারণে বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে ধীর গতিতে যানবাহন চলতে থাকে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিকেলের দিকে যানজটের সৃষ্টি হতে থাকে। একপর্যায়ে হঠাৎ করেই রাত আটটার দিকে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে যানজট কিছুটা স্বাভাবিক হলেও শুক্রবার ভোর চারটার দিকে এলেঙ্গায় একটি আলু বোঝায় ট্রাক বিকল হলে এ জটের সৃষ্টি হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer