Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের সাহিত্য সভা

কাজী রকিবুল ইসলাম

প্রকাশিত: ০০:৫৭, ৫ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের সাহিত্য সভা

ছবি: বহুমাত্রিক.কম

যশোর : বিদ্রোহী সাহিত্য পরিষদের ১৬৯তম মাসিক সাহিত্য সভা শুক্রবার প্রেস ক্লাব যশোরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর উপশহর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুস্তাফিজুর রহমান, কবি আমিরুল ইসলাম রন্টু, ড. শাহনাজ পারভীন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।

সংগঠনের সহ-সাধারণ সম্পাদক নূরজাহান আরা নীতির পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি পদ্মনাভ অধিকারী, কাজী রকিবুল ইসলাম, আমির হোসেন মিলন, আহমেদ রাজু, আহমেদ মাহাবুব ফারুক, আবুল হাসান তুহিন, তুহিন হাসান, কমলেশ চক্রবর্তী, শাহরিয়ার সোহেল, ডা. অমল কান্তি সরকার, আরশি গাইন, ফরহাদ বিশ্বাস, সাধন কুমার অধিকারী, গোলাম রসুল, রেজাউল করিম রোমেল,স্বপন মোহাম্মদ কামাল, আব্দুল আলিম, মামুন আজাদ, বিমল কৃষ্ণ মণ্ডল, শংকর নিভানন, অ্যাড. মাহমুদা খানম, সুমন বিশ্বাস, আকরাম হোসাইন, অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, রমজান আলী, নাসির উদ্দিন, শাম্মী আক্তার সাথী, নজরুল ইসলাম, কাজী শহিদুল ইসলাম, মোস্তানূর ইসলাম স্বাক্ষর প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষাবিদ হারুন অর রশিদ বিদ্রোহী সাহিত্য পরিষদের সহযোগিতার আশ^াস দেন এবং একাদশ সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে নৌকা প্রতিকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেন । তার জন্য প্রধান অতিথি সবার কাছে দোয়া কামনা করেন।

সংগঠনের সদস্য কবি স.ম আব্দুস সাত্তার ও মামুনূর রশিদ সুজার মৃত্যুতে সভায় আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer