Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ময়মনসিংহের সেরা ১০ কলেজের ৮৩৫ জনের জিপিএ-৫ অর্জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৫, ১৯ জুলাই ২০১৮

আপডেট: ০২:২৯, ২০ জুলাই ২০১৮

প্রিন্ট:

ময়মনসিংহের সেরা ১০ কলেজের ৮৩৫ জনের জিপিএ-৫ অর্জন

ছবি : বহুমাত্রিক.কম

ময়মনসিংহ : সারাদেশের ন্যায় ময়মনসিংহেও এইচএসসিতে পাশের হার হ্রাস পেয়েছে। এবার ময়মনসিংহের সেরা ১০টি কলেজ থেকে ৮৩৫জন জিপিএ-৫ পেয়েছে।

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে ৫০জনের মাঝে সকলেই পাস করেছে, তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। পাশের হার শতভাগ। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে ১,২২৬জনের মাঝে পাস করেছে ১,২০৬জন, তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪২ জন, পাশের হার ৯৮.৩৭ শতাংশ, ফেল করেছে- ২০জন।

সরকারী মুমিনুন্নিসা কলেজে ৯৫০ জনের মাঝে পাস করেছে ৯৩৩ জন, তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯৫ জন, পাশের হার ৯৮.২১ শতাংশ, ফেল করেছে- ১৭জন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ৫০৭ জনের মাঝে পাস করেছে ৪৯৪ জন, তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯জন, পাশের হার ৯৭.৪৪ শতাংশ, ফেল করেছে- ১৩জন। কৃষি বিশ^বিদ্যায় কলেজে ৭৩৪ জনের মাঝে পাস করেছে ৭০০ জন, তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন, পাশের হার ৯৫.৩৭ শতাংশ, ফেল করেছে- ৩৪জন।

সরকারী আনন্দমোহন কলেজে ৯২৭ জনের মাঝে পাস করেছে ৮০৩ জন, তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৭ জন, পাশের হার ৮৬.৬২ শতাংশ, ফেল করেছে- ১২৪জন। নটরডেম কলেজে ৭৭৭ জনের মাঝে পাস করেছে ৬৭৯ জন, তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন, পাশের হার ৮৭.৩৯ শতাংশ, ফেল করেছে- ৯৮জন। এ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজে ৪৬৯ জনের মাঝে পাস করেছে ৪৩৭জন, তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ০২ জন, পাশের হার ৯৩.১৮ শতাংশ, ফেল করেছে- ৩২জন।

আলমগীর মুনসুর মেমোরিয়াল কলেজে ৭৬৮ জনের মাঝে পাস করেছে ৬৬৬ জন, তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ০৫জন, পাশের হার ৮৬.৭২ শতাংশ, ফেল করেছে- ১০২জন। মুসলিম র্গালস স্কুল এন্ড কলেজে ৬৯১ জনের মাঝে পাস করেছে ৫৩৯ জন, তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ০১জন, পাশের হার ৭৮.০০ শতাংশ, ফেল করেছে- ১৫২জন। এছাড়াও শহরের আকুয়ায় ময়মনসিংহ সরকারী কলেজে ৫২১ জনের মাঝে পাস করেছে ২৮৩ জন, তন্মধ্যে কেউ জিপিএ-৫ পায়নি, পাশের হার ৫৪.৩২ শতাংশ, ফেল করেছে- ২৩৮ জন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer