Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ময়মনসিংহে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৪, ১৮ জুলাই ২০১৮

আপডেট: ০০:৩২, ১৯ জুলাই ২০১৮

প্রিন্ট:

ময়মনসিংহে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ছবি : সংগৃহীত

ময়মনসিংহ : প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ৩০ লক্ষ শহীদের স্মরণে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ লক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।

এসময় ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোজাম্মেল হক, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসসহ সরকারী ও বেসরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ মহিলা টিচার্স ট্রেনিং কলেজে এবৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

ময়মনসিংহের সম্ভাব্য সকল স্থানে বৃক্ষরোপণ করে পৃথিবীকে আগামী শিশুর নিকট অধিকতর বাসযোগ্য করে গড়ে আহবান জানিয়েছেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। বৃক্ষরোপণ অভিযানে ময়মনসিংহের সব উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার এবং বন বিভাগের সহায়তায় এ কর্মসুচি পালিত হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer