Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ময়মনসিংহে নৌকাবাইচে বিএসএফকে হারিয়ে চ্যাম্পিয়ন বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪২, ১৭ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ময়মনসিংহে নৌকাবাইচে বিএসএফকে হারিয়ে চ্যাম্পিয়ন বিজিবি

ছবি: বহুমাত্রিক.কম

ময়মনসিংহ : বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত হয়ে গেল আকর্ষণীয় নৌকাবাইচ।

বিজিবি-বিএসএফের পাঁচদিনের ওয়াটার স্পোর্টস প্রশিক্ষণ শেষে চূড়ান্ত প্রতিযোগিতায় বিএসএফকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিজিবি।

শুক্রবার বিকেলে বর্ডার গার্ড সেক্টর সদর দপ্তর ময়মনসিংহ-২৭ বিজিবির সার্বিক তত্ত্বাবধানে এবং বেসামরিক নৌকাবাইচ দলের সমন্বয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্রহ্মপুত্র নদেও দু’তীরে হাজার হাজার দর্শণার্থী জমজমাট আকর্ষণীয় নৌকাবাইচে বিজিবি-বিএসএফের সদস্যদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি. এ.ম সালেহ উদ্দিন। পরে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিবি সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ হাসান, মনমনসিংহের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ, বিজিবির মহাপরিচালকের পক্ষে লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম ও ২৭, বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনিসুর রহমান।

প্রতিযোগিতায় বেসরকারি পর্যায়ে জামালপুর জেলার ভাই ভাই নৌকাবাইচ দল প্রথম স্থান অর্জন করে একটি ফ্রিজ পেয়েছে। দ্বিতীয় স্থান অর্জন করে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন পেয়েছে হজরত শাহজালাল (রহ.) নৌকাবাইচ দল এবং তৃতীয় স্থান অর্জন করে ২১ ইঞ্চি এলইডি টিভি পেয়েছে শেরপুরের পীরে কামেল আবদুল হালিমের নৌকাবাইচ দল।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer