Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ময়মনসিংহ মুক্ত দিবসে বাকৃবিতে নানা আয়োজন

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৯, ১০ ডিসেম্বর ২০১৭

আপডেট: ২২:৩০, ১০ ডিসেম্বর ২০১৭

প্রিন্ট:

ময়মনসিংহ মুক্ত দিবসে বাকৃবিতে নানা আয়োজন

ছবি : বহুমাত্রিক.কম

ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রবিবার ময়মনসিংহ মুক্ত দিবস পালন করা হয়।

বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি এই দিবসটি আয়োজন করেন। এতে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘মরণ সাগর’ এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 সকাল ১০ টার দিকে প্রশাসন ভবনের সম্মুখ জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘মরণ সাগর’ এ গিয়ে শেষ হয়।

এতে বাকৃবির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.মোঃ মোক্তার হোসেন সহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer