Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৬, ১১ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:৩০, ১২ এপ্রিল ২০১৭

প্রিন্ট:

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

ঢাকা : প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার মোট মোট ৮২ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বৃত্তির ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৬ এর ভিত্তিতে প্রকাশিত ফল অনুযায়ী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৯৫। আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৪৫৯ জন শিক্ষার্থী।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত প্রতি মাসে তিনশ’ টাকা, আর সাধারণ কোটায় ২২৫ টাকা করে পাবে।

সাধারণ কোটায় ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ছয়টি করে বৃত্তি দেয়া হবে। এর ছাত্রী ৩ ও ছাত্র ৩ জন। এছাড়া ওয়ার্ড পর্যায়ে বৃত্তি প্রদানের পর অবশিষ্ট বৃত্তি হতে প্রতিটি উপজেলায় বা থানায় ২ ছাত্র ও ২ ছাত্রীকে বৃত্তি দেয়া হবে।

প্রতি বিভাগের শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে প্রতিটি বিভাগ হতে তিনটি করে ২৪টি সাধারণ বৃত্তি প্রদানের পর চারটি সাধারণ বৃত্তি সংরক্ষণ করা হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer